আন্তর্জাতিক খবর

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ৮০০ ছাড়ালো, আহত আড়াই হাজারের বেশি

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের পূর্বাঞ্চলে গভীর রাতে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে। আহত হয়েছেন আরও আড়াই হাজার মানুষ। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে কুনার প্রদেশে।

রোববার গভীর রাতে আঘাত হানা এই ভূমিকম্পে বহু ঘরবাড়ি ধসে পড়ে এবং শত শত মানুষ ধ্বংসস্তূপে চাপা পড়েন। স্থানীয় গণমাধ্যম টোলোনিউজ প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, কুনারের মাজার ভ্যালিতে নারী-শিশুসহ বহু মানুষ আটকা পড়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাইরের সহায়তা ছাড়া তাদের উদ্ধার করা সম্ভব নয়।

সোমবার এক সংবাদ সম্মেলনে আফগান সরকারের মুখপাত্র মৌলভি জাবিহুল্লাহ মুজাহিদ নিহতের সংখ্যা নিশ্চিত করে জানান, উদ্ধার তৎপরতা চলছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

জাতিসংঘ ইতোমধ্যেই ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছে।

তথ্যসূত্র: আল জাজিরা, টোলোনিউজ

এই বিভাগের অন্য খবর

Back to top button