লাইফস্টাইল

সম্পর্ক ভাঙনের ৫ প্রধান কারণ

ছবি: সংগৃহীত

মানুষের জীবনে সবচেয়ে বড় সম্পদ হলো সম্পর্ক। এর ভেতর সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কগুলোর একটি হলো প্রেম ও সাহচর্য, যা প্রাতিষ্ঠানিকভাবে ‘বিয়ে’ নামেই পরিচিত। তবে দুঃখজনক হলেও সত্য—অনেক সম্পর্ক প্রত্যাশিত স্থায়িত্ব ধরে রাখতে পারে না এবং শেষমেষ গড়ায় বিচ্ছেদে। বিশেষজ্ঞদের মতে, সম্পর্ক ভাঙনের পেছনে কয়েকটি সাধারণ কারণ রয়েছে।

বিরামহীন কলহ
ঝগড়াঝাঁটি সম্পর্কের স্বাভাবিক বিষয় হলেও তা যখন অতিরিক্ত হয়ে যায়, তখন জীবনে ক্লান্তি নিয়ে আসে। একসময় এই অবিরাম দ্বন্দ্ব সঙ্গীদের আলাদা পথে হাঁটার কারণ হয়ে দাঁড়ায়।

অমীমাংসিত সমস্যা
সমস্যা সময়মতো সমাধান না হলে তা থেকে জন্ম নেয় ভুল বোঝাবুঝি ও অভিযোগ। সম্পর্কের ভেতরে জমে থাকা এসব অমীমাংসিত বিষয় শেষ পর্যন্ত নেতিবাচক প্রভাব ফেলে।

বিরক্তির মনোভাব
ক্ষোভ থেকে জন্ম নেয় বিরক্তি। প্রিয় মানুষটির ছোট ছোট আচরণও অসহনীয় মনে হতে শুরু করে। ক্রমে এ বিরক্তি ছড়িয়ে পড়ে দুই পক্ষের মধ্যেই, যা সম্পর্ককে অচল করে দেয়।

যোগাযোগের অভাব
‘কমিউনিকেশন ইজ দ্য কি’—এই প্রবাদ সম্পর্ক টিকিয়ে রাখার মূল চাবিকাঠি। মনের কথা না বললে বোঝাপড়া নষ্ট হয় এবং সম্পর্ক ভাঙনের ঝুঁকি বাড়ে।

আবেগীয় চাহিদা পূরণ না হওয়া
টাকা-পয়সা বা সম্মান নিজে অর্জন করা যায়, কিন্তু আবেগীয় চাহিদা পূরণে সঙ্গীর ভূমিকা অপরিহার্য। মন খারাপের দিনে পাশে থাকা, সময় দেওয়া, বিশ্বস্ততা—এসব না থাকলে সম্পর্ক টেকে না।

তথ্যসূত্র: সাইকোলজি টুডে, বেটার হেল্প, ফোর্বস

এই বিভাগের অন্য খবর

Back to top button