আফগানিস্তানে আবারও ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে ১৪১১

ছবি: সংগৃহীত
আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে আবারও ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে আঘাত হানা ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
এর দুই দিন আগে, রোববার রাতে ছয় মাত্রার ভয়াবহ ভূমিকম্পে দেশটিতে ব্যাপক প্রাণহানি ঘটে। এতে এ পর্যন্ত ১ হাজার ৪১১ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে তালেবান সরকার। এছাড়া আহত হয়েছেন তিন হাজারের বেশি মানুষ এবং অন্তত ৫ হাজার ৪০০ ঘরবাড়ি ধসে পড়েছে।
তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান, কুনার প্রদেশে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে।
জাতিসংঘের আফগানিস্তান মানবিক সমন্বয়ক ইন্দ্রিকা রাতওয়াত্তে সতর্ক করে বলেছেন, দুর্গম পাহাড়ি এলাকায় উদ্ধারকাজে বড় বাধার কারণে মৃতের সংখ্যা আরও দ্রুত বাড়তে পারে। তার আশঙ্কা, এই ভূমিকম্পে লাখো মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে।