ক্যাম্পাসবগুড়া সদর উপজেলা
প্রধান খবর

বগুড়ায় আ. হক কলেজের সামনে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

ছবি: সংগৃহীত

বগুড়া সরকারি আজিজুল হক কলেজ এলাকায় ট্রেনের ধাক্কায় আব্দুল বারি নিরব (৩০) নামে এক ফুচকা বিক্রেতা নিহত হয়েছেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে সান্তাহার থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী করতোয়া আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিরব সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার আলীরহাট এলাকার আজিজের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজের মূল ফটক থেকে প্রায় ৩০০ গজ পূর্বে রেললাইনের ওপর এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় নিরবকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই রেজাউল বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে ট্রেনে কাটা পড়ে এক ফুচকা বিক্রেতার মৃত্যু হয়েছে। আমরা তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সতর্কবার্তা: রেললাইন ধরে হাঁটবেন না। হেডফোন বা ব্লুটুথ ব্যবহার করে ট্র্যাক পার হবেন না। ট্রেন আসার সময় নিরাপদ দূরত্ব বজায় রাখুন। সতর্কীকরণ সিগন্যাল অমান্য করবেন না। মোবাইলে ব্যস্ত না থেকে দুই পাশ দেখে তবেই ট্র্যাক পার হোন।

এই বিভাগের অন্য খবর

Back to top button