
আটক হওয়া দুই মাদক ব্যবসায়ী।
বগুড়ার শাজাহানপুরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রোববার (১ সেপ্টেম্বর) রাত ১১টা ২০ মিনিটে রহিমাবাদ বি-ব্লক ফ্লাইওভার ব্রিজের পূর্ব পাশে শ্যামলী বাস কাউন্টারের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
শাজাহানপুর থানার এসআই (নিঃ) মো. আবু ছাঈদ সঙ্গীয় ফোর্সের সহায়তায় শ্যামলী পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫-১২৬৬) বাসের বক্স থেকে দুটি পলিথিনে মোড়ানো বান্ডিলে মোট ১০ কেজি গাঁজা উদ্ধার করেন।
আটকরা হলেন, পাবনার বেড়া উপজেলার বিপ্লব কুমার দাস (৩৫) এবং সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মো. আলতাব হোসেন (৩৯)।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানায়, বিপ্লব কুমার দাসের বিরুদ্ধে পূর্বেও মাদক মামলা রয়েছে।