সারিয়াকান্দি উপজেলা
প্রধান খবর

সারিয়াকান্দির কালিতলা গ্রোয়েন বাঁধে অবৈধ স্থাপনা উচ্ছেদ

অবৈধ স্থাপনা উচ্ছেদ

সারিয়াকান্দি প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দির কালিতলা গ্রোয়েন বাঁধে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে সেনাবাহিনী ও থানা পুলিশের সহযোগিতায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান।

এর আগে গত ২১ এপ্রিল সারিয়াকান্দি উপজেলার বিভিন্ন মৌজায় অধিগ্রহণকৃত সম্পত্তির উপর অবৈধভাবে নির্মিত স্থাপনা অপসারণ এবং অবৈধভাবে জমি দখল উদ্ধারে একটি নোটিশ দেয় পাউবো। এতে বলা হয়, সারিয়াকান্দি উপজেলা বিভিন্ন মৌজায় পাউবো জমি অধিগ্রহণ প্রকল্পের কাজ বাস্তবায়ন করেছে। প্রকল্পের অধিগ্রহণ সম্পত্তি অবৈধভাবে দখলে রাখা এবং স্থাপনা নির্মাণ করা যা সম্পুর্ণ ভাবে আইন পরিপন্থী কাজ। নোটিশের সাতকর্ম দিবসের মধ্যে নিজ উদ্যোগে অবৈধ স্থাপনা সরে নেয়ার সময় বেধে দেন পাউবো কর্মকর্তারা। এ ছাড়া অবৈধ স্থাপনা অপসারণ ও জমি দখল মুক্ত করার জন্য ২৯ আগষ্ট শুক্রবার বিকেলে মাইকিং করা হয়।

অভিযান বিষয়ে পানি উন্নয়ন বোর্ড সারিয়াকান্দি উপ-বিভাগীয় কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, কালিতলা গ্রোয়েন বাঁধ পানি উন্নয়ন বোর্ড বগুড়ার অধিগ্রহণকৃত সম্পত্তি। গ্রোয়েন বাঁধ রক্ষার্থে এবং সৌন্দর্য বর্ধনের জন্য এই অবৈধ স্থাপনা গুলো ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে উচ্ছেদ করা হলো।

অভিযানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) আতিকুর রহমান,পানি উন্নয়ন বোর্ড সারিয়াকান্দির সহকারী প্রকৌশলী আব্দুল মালেক প্রমুখ ।

এই বিভাগের অন্য খবর

Back to top button