
বগুড়ার শিবগঞ্জে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারী (২৫) নিহত হয়েছেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার মোকামতলা এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ জানায়, নিহত নারী বুদ্ধি প্রতিবন্ধী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এখনো তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।