জাতীয়

এইচএসসি পাসে ২ হাজার এএসআই নেবে সরকার

ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুলিশে চার হাজার সহকারী উপপরিদর্শক (এএসআই) পদ সৃজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে দুই হাজার পদে সরাসরি নিয়োগ এবং বাকি দুই হাজার পদে পদোন্নতির মাধ্যমে জনবল নিয়োগ দেওয়া হবে।

বুধবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

আইজিপি বলেন, “আমরা চার হাজার এএসআই পদ বাড়াচ্ছি। এর অর্ধেক পদ পূরণ হবে পদোন্নতির মাধ্যমে এবং বাকি অর্ধেক সরাসরি নিয়োগ দেওয়া হবে। এসব পদে নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এইচএসসি পাস।”

এ প্রসঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমান জানান, সরকার আসন্ন নির্বাচনকে রোল মডেল হিসেবে আয়োজন করতে চায় এবং সে অনুযায়ী মাঠ প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button