জাতীয়

দেশে ফিরতে চাইলে তারেক রহমানকে সহায়তা করবে সরকার: পররাষ্ট্র উপদেষ্ট

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে সরকার সহায়তা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তৌহিদ হোসেন বলেন, “তারেক রহমানের দেশে ফেরার ইচ্ছা একান্তই তার নিজের বিষয়। তার ট্রাভেল ডকুমেন্ট নিয়ে কোনো সমস্যা থাকলে আমরা সমাধান করব।”

তিনি আরও জানান, তারেক রহমান পাসপোর্টের জন্য আবেদন করেছেন কিনা তা তার জানা নেই। তবে দেশে ফেরার সময় পাসপোর্ট বা প্রয়োজনীয় ট্রাভেল ডকুমেন্ট সরকার প্রদান করবে।

সরকার নিজে থেকে উদ্যোগ নেবে কিনা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমার মনে হয় এর প্রয়োজন নেই। তিনি যখন ফিরতে চাইবেন, তখন আমরা অবশ্যই সহযোগিতা করব।”

এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারতের সঙ্গে সর্বশেষ যোগাযোগ প্রসঙ্গে তিনি বলেন, “সর্বশেষ একটি চিঠি দেওয়া হয়েছে। এরপর আর কোনো চিঠি দেওয়া হয়নি। যদি দেওয়া হয়, আপনারা জানতে পারবেন।”

এই বিভাগের অন্য খবর

Back to top button