খেলাধুলাফুটবল

আর্জেন্টিনায় মেসির শেষ ম্যাচ

আর্জেন্টিনায় শেষ ম্যাচের আগে মেসির অনুশীলন। ছবি: এএফপি

বাংলাদেশ সময় শুক্রবার ভোর সাড়ে পাঁচটায় আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামতে যাচ্ছেন কাতার বিশ্বকাপজয়ী লিওনেল মেসি। বুয়েন্স এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে দেশের দর্শকদের সামনে বিদায় জানাবেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার খ্যাত এ তারকা।

বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটিতে উপস্থিত থাকবেন মেসির স্ত্রী, সন্তান ও বাবা-মাসহ ঘনিষ্ঠ আত্মীয়রা। তবে শুরুর একাদশে মেসিকে দেখা যাবে কিনা, তা নির্ভর করছে ম্যাচের আয়োজনে নেওয়া পরিকল্পনার ওপর। শুরুতেই সংবর্ধনার আয়োজন থাকলে মেসি একাদশে থাকতে পারেন, আর বিদায়ী সংবর্ধনা শেষে হলে তিনি দ্বিতীয়ার্ধে মাঠে নামতে পারেন।

ইনজুরি থেকে সেরে উঠে সম্প্রতি ক্লাবের হয়ে দুটি ম্যাচ খেলেছেন মেসি। তবে কোচ লিওনেল স্কালোনি দীর্ঘদিন ধরেই তাকে পুরো ৯০ মিনিট খেলাচ্ছেন না।

আর্জেন্টাইন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, শুরুর একাদশেই থাকার সম্ভাবনা বেশি মেসির। আক্রমণভাগে তার সঙ্গে থাকবেন অ্যাথলেটিকো মাদ্রিদের হুলিয়ান আলভারেজ ও থিয়াগো আলমাদা। বেঞ্চে থাকতে পারেন লওতারো মার্টিনেজ।

মিডফিল্ডে ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডি পল ও লিয়ান্দ্রো পারদেসকে দেখা যেতে পারে। এ ছাড়া তরুণ নিকো পাজ ও ফ্রাঙ্কো মাস্তানতুনোদেরও পরীক্ষা করার পরিকল্পনা রয়েছে স্কালোনির। রক্ষণভাগে নিকোলাস ওতামেন্ডি ও ক্রিস্টিয়ান রোমেরোকে রাখার সম্ভাবনা জোরালো। উইং-ব্যাকে থাকবেন নিকোলাস ত্যাগলিয়াফিকো ও নাহুয়েল মলিনা।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমি মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্ডি, নিকোলাস ত্যাগলিয়াফিকো, রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারদেস, ম্যাক অ্যালিস্টার, থিয়াগো আলমাদা, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ।

এই বিভাগের অন্য খবর

Back to top button