অর্থ ও বানিজ্য

এক মাসের মধ্যে আলুর দাম বাড়বে: বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ছবি: সংগৃহীত

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, আলুর দাম নিয়ে উপদেষ্টা পরিষদে একাধিকবার আলোচনা হয়েছে। আলু রফতানিতে প্রণোদনা দেওয়া হচ্ছে। পাশাপাশি বাজার থেকে আলু কিনে টিসিবির মাধ্যমে বিক্রি এবং রফতানির উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী এক মাসের মধ্যে আলুর দাম কিছুটা বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বাণিজ্য উপদেষ্টা।

তিনি জানান, গত বছর আলুর দাম প্রতি কেজি ৮০ থেকে ৯০ টাকায় পৌঁছেছিল। সেই কারণে এ বছর আলুর চাষ বেড়েছে এবং এতে সমস্যার সৃষ্টি হয়েছে। এ অবস্থায় টিসিবির মাধ্যমে আলু ক্রয় যথেষ্ট হবে না। কৃষককে ন্যায্য মূল্য দিতে রফতানিই একমাত্র সমাধান বলে মনে করেন তিনি।

বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, আলু রফতানি করা গেলে এই সংকট মোকাবিলা করা সম্ভব হবে। আলু নিয়ে কোনো সিন্ডিকেট গড়ে উঠলে তা সহ্য করা হবে না এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button