খেলাধুলাফুটবল

চিলিকে উড়িয়ে দিল নেইমার-ভিনিহীন ব্রাজিল

ছবি: এএফপি

প্রায় দুই বছর পর আন্তর্জাতিক ফুটবলে ফেরার সুযোগ থাকলেও নেইমারকে বাছাইপর্বের দলে নেননি কোচ কার্লো আনচেলত্তি। নেইমারের পাশাপাশি ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগোর মতো তারকারাও সুযোগ পাননি ব্রাজিলের দলে। তবে একাধিক তারকা ফুটবলারের অনুপস্থিতি খুব একটা প্রভাব ফেলেনি।

বাংলাদেশ সময় আজ সকালে মারাকানায় অনুষ্ঠিত ম্যাচে চিলিকে ৩–০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। গোল তিনটি করেন এস্তেভাও, লুকাস পাকেতা ও ব্রুনো গিমারেজ।

২০২৬ বিশ্বকাপের মূলপর্বে এরই মধ্যে জায়গা নিশ্চিত করেছে ব্রাজিল। বাছাইপর্বের শেষ দুটি ম্যাচ তাই নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার সুযোগ হিসেবে দেখছে দলটি।

এই বিভাগের অন্য খবর

Back to top button