ধর্ম

নবিজির জন্মদিনে বিশেষ আমল

রবিউল আউয়াল মাস মুসলিম উম্মাহর কাছে ভালোবাসা ও শ্রদ্ধার মাস। প্রিয় নবিজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্ম ও ইন্তেকাল—দুটি ঘটনাই সংঘটিত হয়েছে সোমবারে। এ কারণেই তিনি প্রতি সোমবার রোজা রাখাকে বিশেষ আমল হিসেবে গ্রহণ করেছিলেন।

হাদিসে বর্ণিত হয়েছে, হজরত আবু কাতাদাহ আনসারি (রা.) বলেন—রাসুলুল্লাহ (সা.)-কে সোমবারের রোজা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনেই আমার ওপর ওহি নাজিল হয়েছে।’ (মুসলিম)

আরেক বর্ণনায় হজরত আয়েশা (রা.) বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন।’ (তিরমিজি ও নাসাঈ)

মদিনা শরিফে এখনো সোমবারের রোজা ব্যাপকভাবে পালিত হয়। মসজিদে নববিতে স্থানীয়রা প্রতি সোমবার ইফতারের বিশেষ আয়োজন করে থাকেন।

বিশেষভাবে মনে রাখা দরকার, নবিজির জন্মদিন উপলক্ষে প্রতি সোমবার রোজা রাখা বেদআত নয়; বরং এটি তাঁর সুন্নাহ। তবে অন্য কারো জন্মদিন উপলক্ষে রোজা রাখা বৈধ নয়।

অতএব, বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্মদিন স্মরণে সোমবারে রোজা পালন একটি সুন্নাত আমল। এ আমল মুসলিম উম্মাহর জন্য নবিজির প্রতি ভালোবাসা ও তাঁর আদর্শ অনুসরণের গুরুত্বপূর্ণ মাধ্যম।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সুন্নাহর আলোকে জীবন গড়ার তাওফিক দান করুন। আমিন।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button