বিনোদন

৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি, পরীমণির ইঙ্গিতপূর্ণ পোস্ট

চিত্রনায়িকা পরীমণি

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার খোকসা উপজেলার জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করেন দলটির কর্মী রিপন হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

দীর্ঘদিন আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত থাকার পর হঠাৎ বিএনপির মঞ্চে ওঠায় তাকে নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। যদিও খোকসা উপজেলা বিএনপি জানিয়েছে, এটি তাদের আনুষ্ঠানিক কোনো কর্মসূচি ছিল না। তবুও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে চলছে ব্যাপক আলোচনা।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় চিত্রনায়িকা পরীমণি তার ভেরিফায়েড ফেসবুকে একটি ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দেন। তিনি লেখেন, “আগে ছিল ৬ মাস হিন্দু, ৬ মাস মুসলিম। এখন ৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি। পল্টিবাজ, সুবিধাবাদী কারে বলে, দিদি কিন্তু দেখিয়ে দিলেন। বাপরে বাপ কি জিনিস এটা।”

যদিও পরীমণি কারো নাম উল্লেখ করেননি, নেটিজেনরা পোস্টটির সঙ্গে অপু বিশ্বাসকে যুক্ত করছেন। অসংখ্য মন্তব্যে এখনো উত্তাল রয়েছে কমেন্ট বক্স।

এই বিভাগের অন্য খবর

Back to top button