
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, কয়েক সপ্তাহের মধ্যেই এবং জাতীয় নির্বাচনের বহু আগেই দেশে থেকে দলকে নেতৃত্ব দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলে পূবালী ব্যাংক কর্মচারী সংঘের জাতীয় সম্মেলনে তিনি এ কথা বলেন।
জাহিদ হোসেন বলেন, ‘যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে, তাদের ষড়যন্ত্র সফল হবে না। ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ আবারও পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। তাই চলমান ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সতর্ক থাকতে হবে।’
এর আগে গত ১০ আগস্ট রাজশাহী বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান ঘোষণা দেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরই তিনি দেশে ফিরবেন। তখন তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘ইনশাআল্লাহ অতি শিগগির আপনাদের সঙ্গে সামনাসামনি দেখা হবে।’
ইতোমধ্যে নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটের দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে। ফলে বিএনপি নেতাকর্মীরা এখন তারেক রহমানের দেশে ফেরার দিনক্ষণ ঘোষণার অপেক্ষায় রয়েছেন।
২০০৭ সালের এক–এগারোতে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হন তারেক রহমান। পরের বছর জামিনে মুক্ত হয়ে তিনি চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান এবং তখন থেকে সপরিবারে সেখানেই বসবাস করছেন। এ সময় আওয়ামী লীগ আমলে একুশে আগস্ট গ্রেনেড হামলা ও ১০ ট্রাক অস্ত্র মামলায় তার সাজা হলেও পরবর্তীতে তা বাতিল হয়েছে। অন্য মামলাগুলো থেকেও তিনি খালাস পেয়েছেন।
সম্প্রতি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, তারেক রহমান যেকোনো সময় দেশে ফিরতে পারেন। তিনি বলেন, ‘তারেক রহমান কখন ফিরবেন, সেটি তাঁর সিদ্ধান্ত। তিনি দেশের নাগরিক। পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট নিয়ে কোনো সমস্যা থাকলে সরকার সমাধান করবে। তবে দেশে ফেরার সিদ্ধান্ত তাঁকেই নিতে হবে।’