খেলাধুলাফুটবল

নেপালের সঙ্গে গোলশূন্য ড্র করলো বাংলাদেশ

ছবি: সংগৃহীত

কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ফিফা প্রীতি ম্যাচে নেপালের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। চার বছর পর নেপালের বিপক্ষে ড্র করলো জামালরা। এ নিয়ে টানা ছয় ম্যাচ জয়হীন থাকলো বাংলাদেশ, যার মধ্যে চারটি ড্র।

হামজা-শমিতদের ছাড়াই মাঠে নামে বাংলাদেশ। মিতুল মার্মা দলে না থাকায় অভিষেক হয় সুজন হোসেনের।

ম্যাচের শুরু থেকেই চলে আক্রমণ-পাল্টা আক্রমণ। তবে প্রথমার্ধে দুই দলের গোলরক্ষকরা বড় কোনো পরীক্ষায় পড়েননি। নেপাল আক্রমণ করলেও পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি। ৩৬ মিনিটে বাংলাদেশ এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেলেও ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল আসেনি। দ্বিতীয়ার্ধেও একই চিত্র দেখা যায়। শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।

আগামী ৯ সেপ্টেম্বর একই ভেন্যুতে আবারও মুখোমুখি হবে বাংলাদেশ–নেপাল।

এই বিভাগের অন্য খবর

Back to top button