
আটক দুই ব্যক্তি
নিজস্ব প্রতিবেদক: ফ্রান্স থেকে অবৈধভাবে বিক্রি উদ্দেশ্যে সাপের বিষ এনে বগুড়ায় দুই ব্যক্তি আটক হয়েছেন।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের ঠনঠনিয়া মন্ডলপাড়া এলাকায় জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাদের আটক করে।
পুলিশ বলছে, বিশেষ এই অভিযানে প্রায় ৩ কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত বিষ ফ্রান্স থেকে অবৈধভাবে চোরাচালান করা হয়েছিল।
আটক দুজন হলেন ঠনঠনিয়ার মোঃ ফেরদৌস (৭৪) এবং তার সহযোগী সুত্রাপুরের মোঃ রমজান আলী (৫৫)।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, মোঃ ফেরদৌস নামে এক ব্যক্তি চোরাচালান করে আনা মূল্যবান সাপের বিষ (কোবরা) বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন। পরে ঠনঠনিয়া মন্ডলপাড়া শহীদ নগর এলাকা থেকে ডিবি পুলিশ ফেরদৌস এবং তার সহযোগী রমজানকে আটক করে।
এ সময় তাদের কাছ থেকে একটি বড় কাগজের কার্টুনের ভেতরে রাখা ৫টি কাঁচের পাত্র পাওয়া যায়। এই পাত্রগুলোতে তরল, পাউডার এবং দানাদার আকারে সাপের বিষ ছিল। প্রতিটি জারে ইংরেজিতে ‘RED DRAGON COMPANY, MADE IN FRANCE’ লেখা আছে।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছেন যে তারা বিদেশ থেকে চোরাচালানের মাধ্যমে এই সাপের বিষ এনে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।