ক্রিকেটখেলাধুলা

এশিয়া কাপ খেলতে আরব আমিরাতের পথে টাইগারদের প্রথম বহর

ছবি: সংগৃহীত

এশিয়া কাপ অভিযানে প্রথম বহরে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে লিটন দাসের নেতৃত্বাধীন দল।

অধিনায়ক লিটন দাসের সঙ্গে প্রথম ভাগে দেশ ছাড়েন জাকের আলি অনিক, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, শামীম হোসেন, শেখ মেহেদি হাসান ও রিশাদ হোসেন। দলের দ্বিতীয় বহর আজ সন্ধ্যা সাড়ে ৭টায় আমিরাতের উদ্দেশে রওনা দেবে।

আরব আমিরাতে পৌঁছে শুরু হবে টাইগারদের অনুশীলন ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার লড়াই। এবারের এশিয়া কাপ আয়োজন করছে ভারত। তবে পাকিস্তান ভারত সফরে রাজি না হওয়ায় আসরটি সরিয়ে নিরপেক্ষ ভেন্যু আমিরাতে নেয়া হয়েছে।

বাংলাদেশের জন্য গ্রুপ পর্বই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে লড়াই করে সুপার ফোরে জায়গা করে নিতে হবে লিটনদের। টানা তিনটি টি-২০ সিরিজ জয় করা টাইগাররা এবারও দৃঢ় প্রত্যয় নিয়ে নামছে মাঠে।

এই বিভাগের অন্য খবর

Back to top button