
ছবি: সংগৃহীত
আজ রবিবার (৭ সেপ্টেম্বর) বিশ্বজুড়ে মহাজাগতিক এক বিরল দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে মানুষ। বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন স্থান থেকে দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, যা জনপ্রিয়ভাবে পরিচিত ‘ব্লাড মুন’ নামে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, আবহাওয়া অনুকূলে থাকলে বাংলাদেশের আকাশ থেকেও এ গ্রহণ দেখা যাবে।
বাংলাদেশ সময় রাত ৮টা ২৮ মিনিটে শুরু হবে চন্দ্রগ্রহণ। পুরো প্রক্রিয়া চলবে প্রায় ৭ ঘণ্টা ২৭ মিনিট। এর মধ্যে রাত ১০টা ৩০ মিনিটের দিকে পৃথিবীর ছায়া সম্পূর্ণভাবে চাঁদকে ঢেকে দেবে। তখনই আকাশে ভেসে উঠবে লালচে বা তামাটে রঙের ‘ব্লাড মুন’।
প্রথমদিকে রাত ৯টা ২৭ মিনিট থেকে চাঁদের একাংশ কালো হতে দেখা যাবে। তবে খালি চোখে পরিবর্তন খুব স্পষ্ট নাও লাগতে পারে।
চন্দ্রগ্রহণটি পূর্বে ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে শুরু করে পশ্চিমে কেনিয়ার মোম্বাসা পর্যন্ত স্পষ্ট দেখা যাবে। এর বাইরে আংশিক গ্রহণ দেখা যাবে আরও কিছু অঞ্চলে। তবে উত্তর আমেরিকা, ক্যারিবীয় ও দক্ষিণ আমেরিকার অধিকাংশ স্থান থেকে এটি দেখা যাবে না।
বিশেষজ্ঞদের মতে, চাঁদের এই বিরল লালচে রঙ পৃথিবীর বায়ুমণ্ডলের অবস্থা পর্যবেক্ষণেরও সুযোগ করে দেবে। আকাশপ্রেমী ও সাধারণ দর্শকদের জন্য এটি নিঃসন্দেহে এক অনন্য মহাজাগতিক অভিজ্ঞতা হয়ে থাকবে।