খেলাধুলাবগুড়া জেলা
বগুড়ায় আজ মাঠে গড়াবে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

বগুড়ায় আজ রবিবার দুপুর ৩ টায় শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্টের উদ্বোধন করবেন প্রধান অতিথি বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মো. শাহনেওয়াজ এবং বগুড়া পৌরসভার প্রশাসক মাসুম আলী বেগ।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে দুপচাঁচিয়া উপজেলা বনাম সারিয়াকান্দি উপজেলা। স্থানীয় ক্রীড়াপ্রেমীরা এরই মধ্যে মাঠমুখী হচ্ছেন, আর ফুটবলপ্রেমী জনতার উপস্থিতিতে স্টেডিয়াম এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।