
পিস্তল ও গুলিসহ মো. সুমন (৩৫) আটক
বগুড়ার শাজাহানপুরে মহাসড়কে ট্রাক ড্রাইভারকে পিস্তল ঠেকিয়ে ডাকাতির চেষ্টা চলাকালে আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য ও বহুল মামলার আসামি মাহবুব খাঁনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
শনিবার রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে আশেকপুর ইউনিয়নের পারতেখুর এলাকায় ঘটনাটি ঘটে। রংপুরের মিঠাপুকুর থেকে মুরগির খাদ্যবোঝাই দুটি ট্রাক ফরিদপুরের টেকেরহাটের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে এক ট্রাকের চাকা পাংচার হলে চালক মো. ফরহাদ মিয়া ও তার সহকারী রাস্তার পাশে ট্রাক থামান। তখন মোটরসাইকেলযোগে তিনজন ডাকাত এসে অস্ত্রের মুখে চালক ও হেলপারের কাছ থেকে মোট ৯০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
ডাকাতির সময় ট্রাক চালকের চিৎকারে সিএনজি-টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুইজন ডাকাত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। তবে মাহবুব খাঁন পালানোর চেষ্টা করলে পুলিশ ও স্থানীয়রা ধাওয়া দিয়ে তাকে আটক করে।
মাহবুবের বিরুদ্ধে আগে থেকেই ডাকাতি, অস্ত্র ও খুনসহ মোট ২৩টি মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নতুন করে ডাকাতি ও অস্ত্র আইনে শাজাহানপুর থানায় দুটি মামলা দায়ের হয়েছে।
পুলিশ জানিয়েছে, পলাতক অপর দুই ডাকাত জাকির (৩৫) ও আশরাফ ওরফে চান্দি আশরাফকে গ্রেফতারে অভিযান চলছে। এদিকে ডাকাতির ঘটনায় উদ্ধার হয়নি লুণ্ঠিত নগদ টাকা।
শাজাহানপুর থানার ওসি জানান, মাহবুব একজন চিহ্নিত ডাকাত এবং দীর্ঘদিন ধরেই আন্তঃজেলা চক্র পরিচালনা করছে। তার গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরেছে।