
ফেন্সিডিলসহ দুই যুবক গ্রেফতার
বগুড়ায় সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ৪০০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে এসআই ফিরোজ মিয়া ও সঙ্গীয় ফোর্স মাটির ডালি মোড়ে আইএফআইসি ব্যাংকের সামনে অভিযান চালান। এসময় ঢাকা মেট্রো-ন-২১-৭৭৯৮ নম্বরের একটি নীল রঙের টাটা পিকআপ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতাররা হলো,গাইবান্ধার সাঘাটা উপজেলার থৈকরের পাড়া এলাকার মো. তহিদুল ইসলাম তৌহিদ (২০) ও নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার যদুমনি গ্রামের মো. মোস্তাকিম (২২)।
সদর থানা পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে এই চক্রটি সীমান্ত এলাকা থেকে ফেন্সিডিল এনে বিভিন্ন জেলায় সরবরাহ করছিল। উদ্ধারকৃত ফেন্সিডিল ও পিকআপ জব্দ করা হয়েছে।
গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।