আবারও বাড়ল স্বর্ণের দাম

ছবি: সংগৃহীত
দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৭১৮ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) রাতে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। সোমবার (৮ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বাজার পরিস্থিতি বিবেচনায় নতুন দাম সমন্বয় করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের ভরি প্রতি মূল্য ১ লাখ ৮১ হাজার ৫৫০ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৭৩ হাজার ৩০৪ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৪৮ হাজার ৫৪১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি প্রতি দাম ১ লাখ ২৩ হাজার ৬৭ টাকা।
তবে দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেট ভরি প্রতি রুপা ২ হাজার ৮১১ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ১ হাজার ৭২৬ টাকায় বিক্রি হচ্ছে।