আরশ খানের ফুসফুস প্রায় শেষের দিকে

আরশ খান
ছোট পর্দার অভিনেতা আরশ খান, যিনি শাকিব খানের ‘প্রিয়তমা’ ছবির মাধ্যমে বড় পর্দাতেও অভিনয় করেছেন, সম্প্রতি ধূমপান ও ভেপের ক্ষতিকর দিক নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন। নিজের অভিজ্ঞতার আলোকে তরুণ প্রজন্মকে এ আসক্তি থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১০ মিনিটে নিজের ফেসবুক ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে আরশ খান জানান, স্কুলজীবনে বন্ধুদের সঙ্গে ফ্লেক্স করতে গিয়ে ধূমপান শুরু করেছিলেন তিনি। দীর্ঘ ১৯ বছরের ধূমপান শেষে তার ফুসফুস এখন প্রায় নষ্টের পথে। সিগারেট ছাড়তে গিয়ে ভেপ ধরলেও পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
আরশ লিখেছেন, সুস্থ থাকার চেয়ে বড় ফ্লেক্স আর কিছু নেই। ধূমপান ছাড়লে ফুসফুস স্বাভাবিক হতে কমপক্ষে ৯ মাস সময় লাগে, তবে কিছু ক্ষতি কখনোই পূরণ হয় না। আর ভেপের ক্ষতি একেবারেই অপূরণীয়, যার কোনো চিকিৎসা নেই।
পোস্টের শেষে তিনি সতর্ক করে বলেন, “সিগারেট এমন প্রেমিকা, যাকে ছাড়লে একেবারেই ছেড়ে দিতে হবে। সিগারেট ছাড়তে গিয়ে ভেপকে বিকল্প হিসেবে নেওয়া যাবে না।”