সারাদেশ

একসাথে ডাবল ডোজ টিকা নিয়ে বিপাকে স্কুলছাত্র

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভুলবশত সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে কোভিড-১৯ এর ডাবল ডোজ টিকা দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকেলে উল্লাপাড়া বিজ্ঞান কলেজ টিকাদান কেন্দ্রে এ ঘটনা ঘটে

ডাবল ডোজ টিকা নেওয়া শিক্ষার্থীর নাম হাসান আলী। সে উপজেলার দূর্গানগর ইউনিয়নের রাজমান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

শিক্ষার্থী হাসান জানায়, প্রথম দফায় টিকা নেওয়ার পর সে ভুলে টিকা কার্ডটি ফেলে যায়। পরে ভিড়ের মধ্যে কার্ডটি নিতে কেন্দ্রের ভেতরে ঢুকে সে।

এ সময় স্বাস্থ্যকর্মী তাকে ধরে আবারও টিকা দেয়।  

সহপাঠীরা জানায়, ডাবল ডোজ টিকা নেওয়ার পর হাসানের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।সে ভীত হয়ে কান্নাকাটি শুরু করে।

এ বিষয়ে সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. রামপদ রায় সাংবাদিকদের বলেন, টিকার ডাবল ডোজ নিলেও কোনও পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার কথা নয়। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে টিকা দেওয়া ও নেওয়ার ব্যাপারে সবার সতর্ক থাকা প্রয়োজন।

এই বিভাগের অন্য খবর

Back to top button