সারাদেশ
সোহরাওয়ার্দী উদ্যানসংলগ্ন রাস্তার পাশ থেকে ২ নবজাতকের মরদেহ উদ্ধার

রাজধানীর শাহবাগে সোহরাওয়ার্দী উদ্যানসংলগ্ন রাস্তার পাশে কাপড়ে মোড়ানো অবস্থায় দুটি নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৩ ফেব্রুয়ারি) ভোরে উপস্থিত লোকজনের চোখে পড়লে তারা শাহবাগ থানায় ঘটনাটি জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করে।
তবে কে বা কারা নবজাতক দুটির মরদেহ এভাবে ফেলে গেছে, তা এখনও জানাতে পারেনি পুলিশ।
গত রাতে কেউ এক-দুই দিন বয়সী নবজাতক দুটির মরদেহ সেখানে ফেলে গেছে বলে ধারণা করছে পুলিশ।
ময়নাতদন্তের জন্য নবজাতক দুটির মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।