সারাদেশ

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত

বাগেরহাটের মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী ও স্ত্রী নিহত হয়েছে।

শনিবার (২ এপ্রিল) রাত পৌন ৮টায় মহাসড়কের রামপাল উপজেলার বাবুর বাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মোংলা উপজেলার দ্বিগরাজ গ্রামের জাহাঙ্গীর হোসেন (৫২) ও তার স্ত্রী রেহেনা বেগম।

বাগেরহাট ফায়ার সার্ভিস জানান, খুলনা থেকে মোটরসাইকেল যোগে জাহাঙ্গীর হোসেন তার স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিলেন। বাবু বাড়ি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে স্ত্রী রেহেনা বেগম মারা যায়। গুরুতর অবস্থায় জাহাঙ্গীরকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

কাটাখালী হাইওয়ে থানা পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিস।  

এই বিভাগের অন্য খবর

Back to top button