সারাদেশ
নাটোর-বগুড়া মহাসড়কে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নাটোরের সিংড়ায় যাত্রীবাহী বাসের চাপায় দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহতরা হলেন, বাপ্পি কনক(১৯) এবং আল আমিন (১৭)।
রবিবার বেলা সাড়ে ১১টার দিকে নাটোর-বগুড়া মহাসড়ক নিংগুইন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের বামিহাল টু নাটোরগামী যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী চকপুর কৃষ্ণপুর এলাকার বাপ্পি ঘটনাস্থলে নিহত হয়।
অপর সঙ্গী আল আমিনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক জামিল জানান, বাসটি হাইওয়ে পুলিশ হেফাজতে আছে। নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
এসএ