সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে ২ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে খায়রুল ইসলাম (৪৮) ও মেরিনা বেগম (৩৭) নামের দুই জনের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৯ জুন) সকালে উপজেলার চককীর্তি ইউনিয়নে আঁখিনা নামক গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানান, ‘সকালে বৃষ্টি হওয়ার সময় বাড়ির পাশে বাগানে যান খায়রুল ও মেরিনা বেগম। এ সময় বজ্রপাত হলে তারা ঘটনাস্থলেই মারা যান। তাদের লাশ বাড়িতে আছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হবে। 

এই বিভাগের অন্য খবর

Back to top button