সারাদেশ

চাপাতি নিয়ে পরীক্ষা’র হলে ঢোকে এক স্কুলছাত্র

মির্জাপুরে চাপাতি নিয়ে পরীক্ষার হলে ঢোকে সামির আলী। এ কারণে তাকে বহিষ্কার করেছে স্কুল কর্তৃপক্ষ। সামির আলী অষ্টম শ্রেণির ছাত্র।

রোববার সকালে উপজেলা সদরের সরকারি এসকে পাইলট উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রোববার অষ্টম শ্রেণির বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা ছিল। এদিন পরীক্ষা হলে চাপাতি নিয়ে যায় সামির। এ নিয়ে তাকে জিজ্ঞেস করেন পরীক্ষার কক্ষে দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকা আলো রানী পোদ্দার। পরে চাপাতিটি বের করে দেন সামির। এরপর বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম খানকে জানান। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমানকে জানান প্রধান শিক্ষক।

এর পর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযুক্ত ছাত্রের অভিভাবকের অঙ্গীকারনামা রেখে বিদ্যালয় থেকে বহিষ্কারের নির্দেশ দেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button