রাজনীতিসারাদেশ

জামালপুরে ছাত্রলীগের সভাপতি ও সা. সম্পাদক বহিষ্কার

দলীয় আদেশ অমান্য করায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আল আমিন হোসাইন শিবলু ও সাধারণ সম্পাদক আল মামুনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। 

রোববার (২৮ আগস্ট) রাতে জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জামালপুর জেলা শাখার এক সিদ্ধান্ত মোতাবেক সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আল আমিন হোসাইন শিবলু ও সাধারণ সম্পাদক আল মামুনকে দলীয় আদেশ অমান্য করায় সাময়িকভাবে বহিষ্কার করা হলো। এছাড়া কেন তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তার উপযুক্ত কারণসহ আগামী তিন কার্যদিবসের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে কারণ দর্শানোর নোটিশ দিতে বলা হয়েছে। সূত্র: ঢাকা পোস্ট

এই বিভাগের অন্য খবর

Back to top button