সারাদেশ

সিংড়ায় সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা খাতুন। রোববার দুপুরে উপজেলা প্রশাসনিক ভবনের চলনবিল সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইমরান, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মো. এমরান আলী রানা, সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি রাজু আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, সিংড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৌরভ সোহরাব, চলনবিল মিডিয়া প্রেসক্লাবের সভাপতি আবু সাইদ, ইনকিলাব প্রতিনিধি আনোয়ার হোসেন আলীরাজ,সিংড়া মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি আনোয়ার হোসেন আরিফ, যুগ্ন সাধারণ সম্পাদক
জুলহাজ কায়েম প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা খাতুন বলেন, শস্য ও মৎস্য ভান্ডার খ্যাত চলনবিলের ইতিহাস-ঐতিহ্য রক্ষায় সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আমরা আশাবাদী। সকলের সম্মিলিত প্রচেষ্ঠা ও সহযোগিতা কামনা করেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button