প্রধান খবরবগুড়া সদর উপজেলা
বগুড়ার কলোনী বাজারে অভিযান, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

বগুড়ায় ছয়টি প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মূল্য তালিকা প্রদর্শন ও ক্রয় বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করা এবং ওজনে কারচুপির অপরাধে এ জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। এসময় জেলা পুলিশ অভিযানে সহযোগিতা করে।
রোববার দুপুরে শহরের কলোনী বাজার এলাকায় পরিচালিত এক অভিযানে এ জরিমানা করা হয়।
ইফতেখারুল আলম রিজভী জানান, কলোনী বাজারে চালের ও ডিমের বাজারে তদারকি করা হয়। এসময় মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয় বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করা, ওজনে কারচুপির অপরাধে ৬ টি প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এসএ