দুপচাঁচিয়া উপজেলা

দুপচাঁচিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত এক

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় বাবু সরদার নামে (৩৬) একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আরো একজন আহত হয়েছেন।

নিহত বাবু উপজেলার চামরুল ইউনিয়নের সাজাপুর গ্রামের তছলিম সরদারের ছেলে।

শনিবার দুুপুরে উপজেলার দুপচাঁচিযা-শিবপুর সড়কের খনিয়ারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত আলামিন (৩৫) বগুড়া কাহালু উপজেলার বাবলাতলা গ্রামের বাসিন্দা। আহত আলামিনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাবু ও আলামিন মোটরসাইকেলযোগে দুপচাঁচিয়ার ধাপেরহাট থেকে মোলামগাড়ীর দিকে যাচ্ছিলেন। পথে খনিয়ারা এলাকায় চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় সড়কের ধারে থাকা গাছের সঙ্গে তাদের মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই বাবুর মৃত্যু হয়।

মোটরসাইকেল দুর্ঘটনায় বাবু সরদারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দুপচাঁচিয়া থানার ওসি মো. হাসান আলী জানান, তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button