প্রধান খবরশিক্ষা
পদ্মা সেতু উদ্বোধনের কারণে ২৫ জুনের এসএসসি পরীক্ষা হবে ২৪ জুন

পদ্মা সেতুর উদ্বোধন উদ্যাপনে ২৫ জুনের এসএসসির ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা ২৪ তারিখ শুক্রবার অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
রোববার (১২ জুন) রাজধানীতে এক অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
তিনি আরও বলেন, সংক্ষিপ্ত সিলেবাসে এবার এসএসসি পরীক্ষা তিন ঘণ্টার পরিবর্তে দুই ঘণ্টায় অনুষ্ঠিত হবে। পাশাপাশি ১৫ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে।