এইচএসসি’তে রাজশাহী বোর্ডে শ্রেষ্ঠত্ব হারিয়ে ২য় বগুড়া

এইচএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে টানা শীর্ষে থাকা এ জেলা বগুড়াকে টপকে এবার প্রথম অবস্থান দখল করেছে রাজশাহী জেলা। শ্রেষ্ঠত্ব হারিয়ে বোর্ডে দ্বিতীয় অবস্থানে বগুড়া জেলা।
বুধবার দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ডের ওয়েবসাইডে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম এ ফলাফল প্রকাশ করেন।
বোর্ডের সার্বিক ফল পর্যালোচনা করে দেখা গিয়েছে, রাজশাহী বিভাগের আটটি জেলার মধ্যে জিপিএ ও পাসের হারে শীর্ষে রয়েছে রাজশাহী জেলা। এ জেলার ২৪ হাজার ৭৪৫ জন পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ২১ হাজার ৭০৯ জন। জিপিএ ৫ পেয়েছে ৬ হাজার ৬২৪ জন। পাসের হার ৮৭ দশমিক ৭৩ শতাংশ।
দ্বিতীয় অবস্থানে বগুড়া জেলার ২৪ হাজার ৫৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২০ হাজার ৭৯১ জন। জিপিএ ৫ পেয়েছে ৬ হাজার ১০৪ জন। পাসের হার ৮৪ দশমিক ৬৬ শতাংশ।
বগুড়া জেলায় বরাবরের মতো শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে সরকারি আজিজুল হক কলেজ। জিপিএ ৫ হারে জেলায় এবারও সেরা এ শিক্ষা প্রতিষ্ঠান। জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ১৬১ জন। শতকরা পাসের হার ৯৯.৭৭ শতাংশ।
বরাবরের মতো এবারও শতভাগ পাস করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পাবলিক স্কুল ও কলেজসহ বিয়াম মডেল স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। এই দুই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এপিবিএন পাবলিক স্কুল ও কলেজ থেকে এবার জিপিএ ৫ পেয়েছে ৩৯১ জন। এ প্রতিষ্ঠান থেকে এবার ৪৫৮ জন পরীক্ষায় অংশ নিয়েছিলেন। বিয়াম মডেল স্কুল ও কলেজ থেকে এ বছর ২৮৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৫ পেয়েছে ২৩৮ জন।
বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে এবার পাস করেছে ৯৯.০৫ শতাংশ শিক্ষার্থী। অংশ নিয়ে ছিলেন ৭৩৫ জন ও জিপিএ ৫ পেয়েছেন ৫৯০ জন শিক্ষার্থী।
সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ থেকে ১ হাজার ৪৫৬ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। পাস করেছে ১ হাজার ৪১৩ জন। এ কলেজে শতকরা পাসের হার ৯৭.০৫ শতাংশ ও মোট জিপিএ ৫ পেয়েছে ৪৫১ জন।
জেলার আরেক সরকারি শাহ সুলতান কলেজ থেকে এবার শতকরা পসের হার ৯৬.৬৩ শতাংশ। এ কলেজে জিপিএ ৫ পেয়েছে ৪১৭ জন।
পুলিশ লাইন্স স্কুল ও কলেজে এবার শতকরা পাসের হার ৯৯.৭২ শতাংশ । জিপিএ ৫ পেয়েছেন ২২০ জন শিক্ষার্থী।
করতোয় মাল্টিমিডিয়া স্কুল ও কলেজের এবার শতকরা পসের হার ৯৮.৯৭ শতাংশ। এ কলেজে জিপিএ ৫ পেয়েছে ১৮৪ জন।
বগুড়া শহরের বাহিরে গাবতলী উপজেলার অন্যতম সৈয়দ আহম্মেদ কলেজ সুখানপুকুর। স্নাতক চালু থাকা বেসরকারি এ কলেজে শতকরা পাসের হার ৮০.৯৮ শতাংশ । জিপিএ ৫ পেয়েছেন ৪৪ জন শিক্ষার্থী।
এসএ