বিনোদন
প্রথম দিনেই আদালতে সাক্ষ্য দিতে আসেননি শাকিব খান

চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগে প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে করা মামলায় প্রথম দিনেই সাক্ষ্য দিতে আসেননি চিত্রনায়ক শাকিব খান।
বুধবার (৯ আগস্ট) ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সৈয়দা হাফসা ঝুমার আদালতে মামলাটি সাক্ষ্য গ্রহণের জন্য ধার্য ছিল।
তবে, ব্যক্তিগত ব্যস্ততার কারণ দেখিয়ে আদালতে সাক্ষ্য দিতে না এসে আইনজীবীর মাধ্যম সময় আবেদন করেছেন শাকিব খান।
আদালত সময় আবেদন মঞ্জুর করে আগামী ৫ অক্টোবর সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেছেন।
শাকিব খান গত ২৩ মার্চ বাদী হয়ে রহমত উল্লাহর বিরুদ্ধে আদালতে মামলা করেন। ৫ জুলাই রহমত উল্লাহর বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত।