অর্থ ও বানিজ্যবগুড়া সদর উপজেলা

বগুড়ায় অপ্রধান শস্য উৎপাদন ও বাজার জাতকরণ বিষয়ক প্রশিক্ষণ

বগুড়া দরিদ্র বিমোচনের লক্ষ্যে পুষ্টি সমৃদ্ধ উচ্চ মূল্যের অপ্রধান শস্য উৎপাদন ও বাজার জাতকরণ বিষয়ক সদর উপজেলা আয়োজিত এক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

সোমবার বেলা ১১ টার দিকে সদর উপজেলা অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার সমর কুমার পাল। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু সুফিয়ান সফিক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডলিয়া খাতুন রিক্তা ।

৪০ জন কৃষককে নিয়ে উপজেলা পরিচলন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) স্থানীয় সরকার বিভাগ ও জাইকার পরিচালনা উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অপ্রধান যোগ্য খাদ্য শস্য সরিষা, সয়াবিন, আদা, সূর্যমূখি ,চিনাবাদম উৎপাদন ও বাজার জাতকরণ বিষয় নিয়ে প্রশিক্ষণ দেয়া দেয়া হয়।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button