আন্তর্জাতিক খবর

ট্রেন লাইনচ্যুত, নিহত ৪ জন

ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে।  এতে এখন পর্যন্ত চার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অনেকে।

বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস ট্রেনটি পটনা থেকে গুয়াহাটির দিকে যাচ্ছিল।

দুর্ঘটনায় ওই ট্রেনের অন্তত অর্ধশত যাত্রীর প্রাণহানির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) এ দুর্ঘটনা ঘটে।এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এনডিটিভির প্রতিবেদনে জানা গেছে, ট্রেনটির বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে গেছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button