আন্তর্জাতিক খবর

মাঙ্কিপক্স: বেলজিয়ামে ২১ দিনের কোয়ারেন্টিন

বিশ্বের প্রথম দেশ হিসেবে মাঙ্কিপক্স পজেটিভ ব্যক্তিদেরকে ২১ দিনের কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে বেলজিয়াম।

বেলজিয়াম স্বাস্থ্য বিভাগের বরাতে ডেইলি মেইল এক প্রতিবেদনে জানায়, দেশটিতে যারা মাঙ্কিপক্স ভাইরাসে আক্রান্ত হবেন তাদের তিন সপ্তাহের জন্য স্ব-বিচ্ছিন্ন থাকতে হবে। পাশপাশি স্থানীয় কর্তৃপক্ষেও আক্রন্তদের বিষয়ে জানাতে বলা হয়েছে। এ সময় আক্রান্ত ব্যক্তি থেকে বাকিদের দূরে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

এদিকে এরইমধ্যে ইউরোপ, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়ার পরে এখন নতুন করে মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে ইসরাইল এবং সুইজারল্যান্ডে। আগামী কয়েক সপ্তাহে আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

অন্যদিকে বৃটেনে যারা আক্রান্ত হয়েছেন তার মধ্যে এক বৃটিশ শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এখন পর্যন্ত ১৪টি দেশে এই বিরল রোগ শনাক্ত করা হয়েছে। সর্বশেষ ইসরাইল ও সুইজারল্যান্ডে একজন করে মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এছাড়া বিশ্বে শতাধিক আক্রান্তের খবর পাওয়া গেছে।

উল্লেখ্য, ১৯৭০ সালে প্রথম গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে সংক্রামনের খোঁজ মেলে বিরল ভাইরাস মাঙ্কিপক্সের। সম্প্রতি ইংল্যান্ডের এক বাসিন্দা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button