আন্তর্জাতিক খবর
প্রধান খবর

নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি

নেপালের সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি। ছবি: সংগৃহীত

নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সুশীলা কারকি। সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি কারকি দেশটির ইতিহাসে প্রথম নারী প্রধান বিচারপতি ছিলেন।

শুক্রবার রাতে স্থানীয় সময় নয়টায় প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল সংবিধানের ৬১ অনুচ্ছেদের আওতায় তাঁর নিয়োগ চূড়ান্ত করেন। ৭৩ বছর বয়সী এই শিক্ষাবিদকে শপথ পড়ানো হয় প্রেসিডেন্টের দপ্তর শীতল নিবাসে।

দ্য হিমালয়ান টাইমসের তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট কার্যালয়ে দিনভর আলোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রেসিডেন্টের উপদেষ্টা কিরণ পোখরেল জানান, সংসদ ভেঙে দেওয়া ও নির্দলীয় প্রশাসন গঠনের দাবি পূরণ হয়েছে। ২০১৫ সালে নতুন সংবিধান ঘোষণার পর এবারই প্রথম কোনো প্রধানমন্ত্রীকে ৬১ অনুচ্ছেদের অধীনে নিয়োগ দেওয়া হলো।

এর আগে গত বুধবার বিক্ষোভের মুখে পদত্যাগ করেন তৎকালীন প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্যও পদত্যাগ করেন, ফলে প্রশাসনিক শূন্যতা তৈরি হয়। প্রথমে কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহকে প্রধানমন্ত্রী হিসেবে চাওয়ার দাবি উঠলেও পরে তিনি সুশীলা কারকিকে সমর্থন জানান।

দুর্নীতি ও সামাজিক মাধ্যমের ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদে কয়েক সপ্তাহ ধরে তীব্র আন্দোলন চলছে নেপালে। গত মঙ্গলবার পার্লামেন্ট ভবনে প্রবেশের চেষ্টা করলে পুলিশের গুলিতে ১৯ জন নিহত হন। শুক্রবার পর্যন্ত এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে।

তথ্যসূত্র: দ্য হিমালয়ান টাইমস, সমকাল

এই বিভাগের অন্য খবর

Back to top button