আইন ও অপরাধ

সাংবাদিকদের হুমকি দিলেন নাসিরের সাঙ্গপাঙ্গরা

আদালতের এজলাসের বাইরে সাংবাদিকদের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গীরা। শুধু ক্যামেরায় হামলা নয়, পরবর্তীতে দেখে নেওয়ার হুমকি দেন তারা।

অভিযোগ পাওয়া গেছে, আজ সোমবার (২০ ডিসেম্বর) সকালে সময় টেলিভিশনের সাংবাদিক টিমের ওপর এমনই হামলা চালিয়েছে ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গীরা।

হামলার শিকার সময় টেলিভিশনের ওই প্রতিবেদক জানান, তালাকের আগে অবৈধভাবে বিয়ে করার মামলায় অভিযোগ গঠনের শুনানিতে হাজিরা দিয়ে চলে যাওয়ার সময় নাসির ও তার স্ত্রী তামিমা তাম্মির ভিডিও ধারণের সময় আচমকাই সময় টেলিভিশনের প্রতিবেদক ও ক্যামেরাম্যানের ওপর হামলা করেন নাসিরের সাঙ্গপাঙ্গরা।

এ বিষয়ে অবশ্য নাসির-তামিমা দম্পতি কোনো কথা বলেতে রাজি হননি। তবে আইনজীবীদের পক্ষ থেকে বলা হয়েছে, হামলাকারীরা কেউ আইনজীবী নন। ক্যামেরা রোল করে নিচে রাখা ছিল। আইনজীদের ভাষ্য অনুযায়ী- হামলাকারীরা নসিরের ঘনিষ্ঠজন।

এর আগে আজ সকাল ১১টায় আদালতে শুনানিতে হাজির হন নাসির-তামিমা দম্পতি। এরপর অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ২৩ জানুয়ারি ধার্য করেন আদালত। তামিমা তাম্মি সন্তানসম্ভবা হওয়ায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির আবেদন করেছিলেন তিনি। কিন্তু আদালত সেই আবেদনও খারিজ করে দেন।

এদিকে, অবৈধ প্রক্রিয়ায় বিয়ের কারণে দায়েরকৃত মামলায় ক্রিকেটার নাসির হোসেনসহ তিনজনকে পূর্বশর্তে জামিন দিয়েছেন আদালত।

এই বিভাগের অন্য খবর

Back to top button