তাকবীর হত্যা মামলা: আসামী পারভেজ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ আটক

বগুড়ায় চাঞ্চল্যকর ছাত্রলীগ নেতা তাকবীর হত্যা মামলার সন্দিগ্ধ আসামী পারভেজ আল মামুনকে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র সহ আটক করেছে জেলা গোয়েন্দা বিভাগ। আটককৃত পারভেজ ওরফে মুক্তাদির শিবগঞ্জ উপজেলার মুন্সিপাড়া এলাকার মোঃ শাহিনের ছেলে।
জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী এর দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরীর তত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি ইনচার্জ মোঃ সাইহান এর নেতৃত্বে অভিযান চালিয়ে শহরের পুরান বগুড়া এলাকার তাসিন ছাত্রাবাস থেকে তাকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত পারভেজ ছাত্রলীগ নেতা তাকবীর হত্যা মামলার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় অস্ত্র মামলা রুজু করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালরে প্রেরণ করা হবে।
এর আগে, ১১ মার্চ রাতে বগুড়া শহরের সাতমাথায় অস্ত্রের আঘাতে মারাত্মক আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পর ১৬ মার্চ বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।