আইন ও অপরাধবগুড়া জেলা

বগুড়ায় হত্যার দায়ে পিতাসহ দুই ছেলের যাবজ্জীবন

বগুড়ায় এক ব্যক্তিকে হত্যার দায়ে পিতা এবং তার দুই সন্তানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

দণ্ডিতরা হলোঃ বগুড়ার গাবতলী উপজেলার বালিয়াদিঘী উত্তরপাড়া গ্রামের মৃত তমির উদ্দিন প্রামাণিকের ছেলে ইদ্রিস আলী এবং তার দুই ছেলে আব্দুল হামিদ ও মিলন মিয়া।

মঙ্গলবার দুপুরে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর বিচারক মোছাঃ হাবিবা মণ্ডল ওই রায় ঘোষণা করেন। আসামীদের উপস্থিতিতে আদালতে উপস্থিত রায় ঘোষণা করা হয়। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

বগুড়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর নাসিমুল করিম হলি জানান, জমির আইল কাটা নিয়ে বিরোধের জের ধরে ২০০৪ সালের ৯ আগস্ট সকালে গাবতলী উপজেলার বালিয়াদীঘি গ্রামের বাসিন্দা সুরুজ্জামানকে কোদাল দিয়ে কোপ দেওয়া হয়। পরে গুরুতর আহত সুরুজ্জামান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় নিহত সুরুজ্জামানের ভাই শহিদুজ্জামান বাদী হয়ে ১০ আগস্ট গাবতলী থানায় একই গ্রামের ইদ্রিস আলী বেং তার দুই ছেলেসহ তাদের আরো কয়েকজন আত্মীয়-স্বজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button