আইন ও অপরাধ

অবশ্যই যন্ত্র দিয়ে নাট বল্টু খোলা হয়েছে: সিআইডি

পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বল্টু কোনো যন্ত্রাংশ ছাড়া শুধু হাত দিয়ে খোলার কথা নয় বলে দাবি করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আটক বায়েজিদ তালহা আগেই যন্ত্র দিয়ে নাট খুলে পরে খালিহাতে সেটি খোলার ভিডিও করেছেন বলে ধারণা করছে তারা।

সোমবার দুপুরে রাজধানীর মালিবাগে অবস্থিত সিআইডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সিআইডির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ আরো বলেন, বায়েজিত তালহা পরিকল্পিতভাবেই এই কাজটি করে থাকতে পারে। তাকে পুরো ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এক্ষেত্রে কোন ধরনের রাজনৈতিক পরিচয় নয়, শুধু অপরাধের গুরুত্ব সবচেয়ে বেশি বিবেচনায় নেয়া হয়েছে।

এর আগে পদ্মা সেতুর রেলিংয়ের নাট খুলে টিকটক ভিডিও তৈরি করে ভাইরাল হওয়া ৩০ বছর বয়সি যুবক বায়েজিদ তালহাকে বিকালে রাজধানীর শান্তিনগর আটক করা হয়। তার বাড়ি পটুয়াখালীতে। বর্তমানে ঢাকার শান্তিনগরে থাকে। তার বিরুদ্ধে মামলা তদন্ত করবে সিআইডি।

রেজাউল মাসুদ বলেন, পদ্মা সেতুতে দাঁড়ানো বা ছবি তোলা নিষেধ হলেও প্রথম দিনে শিথিলতার সুযোগে বায়েজিদ তালহা নামের এক যুবক অসৎ উদ্দেশে খুলে নিয়েছেন পদ্মা সেতুর নাট-বল্টু যা তার নিজস্ব টিকটক অ্যাকাউন্টে ভাইরাল হয়।

তিনি আরো বলেন, তার (বায়েজিদের) কাছে এবং বাসায় তল্লাশি করে বেশকিছু ডিভাইস উদ্ধার করা হয়েছে যেগুলো এই মামলাটির সাথে সংশ্লিষ্ট। এই ঘটনায় তার উদ্দেশ্য মূলত কী ছিল, তার ওপর নির্ভর করবে সে দোষী কিনা।

সিআইডির এই কর্মকর্তা বলেন, তার অতীত অপরাধ-কর্মকাণ্ডসহ সবকিছু বিবেচনায় নিয়েই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।বাংলাদেশের সবচেয়ে বড় স্থাপনা পদ্মা সেতু। তার কর্মকাণ্ডের মাধ্যমে বড় ধরনের কোনও দুর্ঘটনা ঘটতে পারতো। সেতুতে কোনও ঘটনা ঘটলে তার উচিৎ ছিল সেতু কর্তৃপক্ষ বা ওখানে থাকা পুলিশকে জানানো। কিন্তু সে সেটা করেনি। এটা অনেক বড় অপরাধ।

এই ঘটনায় ওই যুবক তিনটি অপরাধ করেছে উল্লেখ করে বলেন, সে (বায়েজিদ) মানুষের অনুভূতিতে আঘাত করেছে, রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এবং অন্তর্ঘাতমূলক কাজ করেছে। এখানে তার একটি গিল্টি মাইন্ড আছে। এটা অপরাধ।

ঘটনার সময় তার সঙ্গে আরও একজন ছিল উল্লেখ করে তিনি বলেন, আমাদের কাছে অনেক তথ্য আসছে, এখন পর্যন্ত আমরা দুজনের সম্পৃক্ততা পেয়েছি। হয়তো আরও সম্পৃক্ততা আসতে পারে। তাই আমরা এখনই নির্দিষ্ট করে বলতে পারি না কতজন জড়িত। ভিডিওটি আপলোড হওয়ার এক ঘণ্টার মধ্যে আমাদের মনিটরিংয়ে চলে আসে। আমরা এসব মনিটরিং করছি।

৩৪ সেকেন্ডের ভাইরাল ভিডিওতে দেখা গেছে- পদ্মা সেতুর রেলিংয়ের দুটি নাট-বল্টু খুলতে সে বলতে থাকে, এই হলো পদ্মা সেতু, আমাদের পদ্মা সেতু। দেখো আমাদের হাজার হাজার কোটি টাকার পদ্মা সেতু। এই নাট খুইলা এহন আমার হাতে।

এ সময় ভিডিও ধারণকারীকে বলতে শোনা যায়, এই লুজ দেহি, লুজ নাট, আমি একটা ভিডিও করতেছি, দেহ। আর পাশে থেকে আরেক ব্যক্তি বলেন, ভাইরাল কইরা ফালায়েন না।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button