পুলিশের সাবেক ডিআইজি গ্রেপ্তার

পুলিশের সাবেক ডিআইজি একেএম নাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে তাকে আটক করা হয়। বর্তমানে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয় থেকে আদালতে নেওয়া হয়েছে।
ডিবি প্রধান ডিআইজি মো. শফিকুল ইসলাম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
জানা গেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। সেই মামলার ভিত্তিতেই তাকে আটক করে ডিবি। রাতে তাকে ডিবি কার্যালয়ে রাখার পর শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে আদালতে উপস্থাপন করা হয়।
সূত্র জানায়, নাহিদুল ইসলাম একসময় মেহেরপুরের পুলিশ সুপার ছিলেন। ওই সময়ে জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মরহুম ছমির উদ্দিনের জ্যেষ্ঠ পুত্র ও জামায়াত নেতা তারিক মোহাম্মদ সাইফুল ইসলাম নিহত হন। আলোচিত ওই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত হিসেবে তৎকালীন এসপি নাহিদুল ইসলামের নাম আসে।
এর আগে গত ২৮ জুলাই নাহিদুল ইসলামসহ চারজনকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। তিনি বিসিএস পুলিশ ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা ছিলেন।
তথ্যসূত্র: দেশ রূপান্তর