প্রধান খবরশাজাহানপুর উপজেলা
বগুড়ায় বাস চাপায় যুবকের মৃত্যু

বগুড়ার শাজাহানপুরে বাস চাপায় অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার রাত সোয়া ৯ টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের বেতগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের বয়স আনুমানিক ৩০ বছর।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন জানান, নিহত ওই যুবক বিকেলে বেতগাড়ী এলাকায় ঘোরাঘুরি করছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তার পরনে জিন্স প্যান্ট ছিল তবে শরীর ছিল খালি। রাতে অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, নিহতের মরদেহ বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মর্গে আছে।
তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। সেইসাথে তাকে চাপা দেয়া গাড়ির সন্ধানও করা হচ্ছে।
এসএ