বগুড়ায় বিসিবির সিদ্ধান্তের বিরুদ্ধে কাফনের কাপড় পড়ে আমরণ অনশন

বগুড়ায় বিসিবির অযোক্তিক সিদ্ধান্তের বিরুদ্ধে কাফনের কাপড় পড়ে আমরণ অনশন কর্মসূচি পালন করেছেন রুমেল(৪০) নামের এক ব্যক্তি।
এর আগে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করে কর্মচারী ও মালামাল নিয়ে যায় বিসিবি।
৫ই মার্চ (রবিবার) সকাল ৯ টা থেকে এ অনশন শুরু করে রুমেল। তিনি বলেন, বগুড়ায় শহীদ চান্দু স্টেডিয়াম একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খেলার মাঠ। অথচ এখানে বিসিবির এই সিদ্ধান্ত অযৌক্তিক। আমরা এর তীব্র বিরোধিতা করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমি একাই আন্দলন করবো।
এ বিষয়ে বৃহস্পতিবার রাতেই প্রেস বিফ্রিং করেছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিলন এবং শুক্রবার শহীদ চান্দু স্টেডিয়ামের সামনে একটি মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার দুপুর ১টায় স্পোর্টস্ জোন খেলা বন্ধ করে হাফ টাইমে একটি মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। এবং শনিবার বগুড়ার সকল শ্রেণী পেশার মানুষ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
(এ আর)