প্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় বিলুপ্তপ্রায় ৯ সুন্ধি কাছিমসহ গ্রেফতার ৩

বগুড়ার শাজাহানপুরে নীলফামারীগামী একটি বাসে তল্লাশি চালিয়ে ৯টি বিলুপ্তপ্রায় সুন্ধি কাছিমসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (২৯ আগস্ট) ভোরে তাদেরকে গ্রেফতার করা হয়। র‍্যাবের হাতে গ্রেফতার হয়েছেন: সুবাস রায় (৩৫), মানিক রায় (২০) ও প্রদীপ রায় (৩৫)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা থেকে ছেড়ে আসা নীলফামারীগামী বিপুল পরিবহনে তল্লাশি চালায় তারা। সে সময় আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়।

তাদের দেওয়া তথ্য অনুসারে, হেফাজতে থাকা কালো রংয়ের প্লাস্টিকের বালতির মধ্যে ৯টি কচ্ছপ পাওয়া যায়। পরবর্তীতে বগুড়ার সামাজিক বন বিভাগকে জানানো হলে জব্দকৃত কচ্ছপগুলোকে বিলুপ্তপ্রায় সুন্ধি কাছিম হিসেবে শনাক্ত করে। তাদের বিরুদ্ধে বন্যপ্রাণি সংরক্ষণ আইনে মামলা করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হবে, জানায় র‍্যাব।

এই বিভাগের অন্য খবর

Back to top button