বগুড়ায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

বগুড়ায় দুটি হত্যাসহ তিন মামলায় আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মেহেদী হাসানকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।
ডিবি পুলিশ বৃহস্পতিবার রাতে তাকে সদর উপজেলার ফাঁপোড় ইউনিয়নের কৈচর পূর্বপাড়া গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে।
ডিবি পুলিশ জানায়, মেহেদী হাসান বগুড়া সদরের ফাঁপোড় ইউনিয়নের কৈচর পূর্বপাড়া গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে। তিনি ফাঁপোড় ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।
৫ আগস্ট সরকার পতনের পর মেহেদী হাসানের বিরুদ্ধে দুটি হত্যা ও একটি বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যার পর তিনি নিজ বাড়িতে অবস্থান করছিলেন। গোপনে খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।